শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: বিশেষ আদালত বসিয়ে রাজশাহীর ৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিলেন দুই আদালত।
আজ শনিবার (৩ আগষ্ট) ছুটির দিনে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হয়। পরে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ভাবে আরও দুই শিক্ষার্থীর জামিন শুনানি হয়।
শুনানি শেষে রাজশাহীর দুই আদালতের বিচারকগণ পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে পৃথক ভাবে জামিন মঞ্জুর করেন। পাঁচ শিক্ষার্থীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জাহেদী বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন থেকে কোনো আপত্তি করা হয়নি।
সূত্র মতে, আজ শনিবার সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন শিক্ষার্থীর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত সিএমএম মো. শফিউল আলম তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। শিক্ষার্থীরা হলেন, আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫) এবং রাকিবুর রহমানের (১৬)।
আদালত সূত্র আরও জানা গেছে, আতিফ আহনাফ অরণ্য ও মোহাম্মদ রাব্বিকে গত ১৮ জুলাই আটক করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় আরএমপির মতিহার থানা পুলিশ। অন্যদিকে, রাকিবুর রহমানকে গ্রেফতার করেন আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ। রাকিবুর রহমানের বাড়ি বাগমারায়। অন্য দুই শিক্ষার্থীর বাড়ি মহানগরীর কাটাখালী এলাকায়।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপর দুই শিক্ষার্থীর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। শিক্ষার্থীরা হলেন, ইমরান ফারহাত (১৬) ও সৌরভ আলির (১৬)।
জানা যায়, গত ২০ জুলাই এই দুই শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। পরে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মির্জা ইমাম উদ্দিন বলেন, আদালতের জামিন নামা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর পাঁচ শিক্ষার্থীকে আইনজীবী ও পরিবারের জিম্মায় দুপুরের পর মুক্তি দেওয়া হয়েছে।