বাঘায় প্রতিপক্ষের হামলায় নিহত আ.লীগ নেতা বাবুলের কুলখানি অনুষ্ঠিত

নুরুজ্জামান,বাঘা: রাজশাহীর বাঘায় একই দল সমর্থীত প্রতিপক্ষের হামলায় নির্মম ভাবে নিহত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর রুহের মাগফিরাত কামনা করে কুলখানি ও (চেহেলাম) অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ শনিবার (৩ আগষ্ট) দুপুরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও স্থানীয় সংসদ সদস্য-সহ প্রায় ১৫ হাজার মানুষ।

শনিবার বাদ জোহর কুলখানি উপলক্ষে পিতার পাশে শায়িত আশরাফুল ইসলাম বাবুলের কবর জিয়ারত, স্থানীয় চারটি মসজিদে মিলাদ মাহফিল ও কোরআন খতম শেষে গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সকল রুমে প্রায় ১৫ হাজার মানুষকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই দায়িত্বে নিয়োজিত ছিল একই কালার গেঞ্জি পরিহিত প্রায় ১ হাজার স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) বাহিনী। উপজেলা আ.লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।