খুলনায় পুলিশ সদস্য সুমন হত্যায় মামলা, আসামি ১২০০ জন

খুলনা প্রতিনিধি: খুলনায় আন্দোলন-কারীদের সঙ্গে ধাওয়-পাল্টা-ধাওয়া সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদী হয়ে গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও কেউ আটক নেই বলে জানান লবণচরা থানার ওসি মমতাজুল হক।

 

তিনি বলেন, আন্দোলন চলাকালে গতকাল বিকেলে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।

 

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলন-কারীদের পিটুনিতে মারা যায় সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

 

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ওই পুলিশ কনস্টেবলকে মারধর করেন আন্দোলন-কারীরা। আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, সুমন ঘরামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে পুলিশের প্রায় ৩০ জন সদস্য আহত হয়েছেন।


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪ | সময়: ১২:১১ অপরাহ্ণ | Daily Sunshine