সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ‘আমার জীবনে আমি কখনও এত জোরে আঘাত পাইনি।’, মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ইভেন্টে আলজেরিয়ার ইমানে খেলিফের সঙ্গে লড়াই থেকে সরে দাঁড়ানোর পর কাঁদতে কাঁদতে বলছিলেন ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি। একটি জোরালো ঘুষিতে মাত্র ৪৬ সেকেন্ডেই রিং ছাড়তে হয় তাকে। একই সঙ্গে বিতর্কের ঢেউ উঠেছে প্যারিস অলিম্পিকে।
৪৬ সেকেন্ডের মধ্যে কারিনি দুইবার আঘাত পান। সম্ভবত নাকও ভেঙে গেছে। তারপরই লড়াই থেকে সরে দাঁড়ান। প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ ইমানে খেলিফকে ‘জৈবিকভাবে পুরুষ’ ও ‘ট্র্যান্সজেন্ডার’ বলতে শুরু করেছে। অথচ গত বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়ে অংশ নিতে পারেননি। একই কারণে তাইওয়ানের লিন ইউ-তিংও অযোগ্য বিবেচিত হয়েছিলেন। ওই পরীক্ষায় খেলিফের শরীরে পুরুষ ক্রোমোজম পাওয়া গিয়েছিল।
অথচ দুজনই এবারের প্যারিস অলিম্পিকে খেলছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে গত মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, ‘শুধু বলবো, নারী বিভাগের সব প্রতিযোগী যোগ্যতার নিয়ম অনুযায়ী এখানে এসেছে। পাসপোর্টে তারা নারী। এই নারী অ্যাথলেটরা টোকিও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অনেক বছর ধরেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছে।’