সর্বশেষ সংবাদ :

শারীরিক অক্ষমতার কারণে পদত্যাগ করছেন তানোর যুবদলের সদস্য সচিব

স্টাফ রিপোর্টার: শারীরিক অক্ষমতার কারণে পদত্যাগ করছেন তানোর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পদত্যাগপত্র তিনি বিভিন্ন গনমাধ্যমে দিয়ে যান। রাজশাহী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি এ লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি তানোর থানা যুবদলের সদস্য হিসেবে ছিলাম। ২০২১ সালে আমাকে তানোর থানা যুবদলের সদস্য সচিব করা হয়। কিন্তু পরের বছর আমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হই। এরপর থেকে দলের কোন কার্যক্রামে অংশ নেই না। দুর্ঘটনার পর থেকেই আমি অনেকটা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি। মৌখিকভাবে ইতোমধ্যেই আমি কয়েকবার জেলা যুবদলের নেতৃবৃন্দকে জানিয়েছি যে, আমি আর দল করতে চাই না। বাড়িতে আমার বৃদ্ধ মা-বাবা। এছাড়াও আমি শারীরিকভাবেও এখন চরম ক্ষতিগ্রস্থ। তাই আমি দলের পদ থেকে অব্যাহতি পেতে লিখিতভাবে আপনাদের জানালাম ও স্ব ইচ্ছাতেই পদত্যাগ করলাম।


প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ