সর্বশেষ সংবাদ :

হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া মারা গিয়েছেন। ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলার শিকার হয়ে মারা যায় তিনি।

 

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ার এক সংবাদে বলা হয়, হানিয়া যে ভবনে থাকতেন, সেখানে হামলা হয়। হামলায় হানিয়া এবং তার এক দেহরক্ষীর মৃত্যু হয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন।

 

আজ বুধবার সকালে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তেহরানের বাস ভবনে বিশ্বাস ঘাতক ইহুদিবাদী হামলা হয়েছিল।

 

চলমান গাজা যুদ্ধে ইতোপূর্বে হানিয়া বেশ কয়েক জন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছেন। এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় তার তিন ছেলের মৃত্যু হয়। গত মাসে তার এক বোনকে হত্যা করা হয়। হানিয়া কাতারে প্রবাস জীবন-যাপন করছিলেন।


প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪ | সময়: ১২:০৯ অপরাহ্ণ | Daily Sunshine