মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছেন কাঁচপুর নৌ পুলিশ।
গত মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যালস সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ২৮ বছর হতে পারে।
এবিষয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল হালিম বলেন, শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আমাদের খবর দেন এলাকাবাসী। খবর পেয়েেআমরা ঘটনা স্থালে গিয়ে মরদেহটিকে উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে।