রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেটে রয়েছে ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও পোশাক শিল্প। এই তথ্য জানিয়েছেন ডাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন জুনাইদ আহমেদ পলক। তিনি দাবি করেন, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজার বারের বেশি সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরো বাড়ছে। এর প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ভুল কিংবা মিথ্যা কনটেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগা-যোগ-মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। তাদের মধ্যে ইমেইলে জবাব দিয়েছে টিকটক। আগামীকালের মধ্যে ফেসবুক এবং ইউটিউবকে ব্যাখা দিতে বলা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েক-দিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আইসিটি মন্ত্রণালয় প্রণোদনা দিতে সুপারিশ করবে বলেও জানায় তিনি।