শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গত সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)।
স্থানীয়রা বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোটর-সাইকেলে মৌচাক যাচ্ছিলেন তারা দুই বন্ধু। এ সময় পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, উল্টোপথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ গুলো বাড়িতে নিয়ে যান নিহতদের স্বজনরা।