সর্বশেষ সংবাদ :

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে স্থানীয় মেধাবী ছাত্র -ছাত্রী ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে- বিজিবি।
এ উপলক্ষে সোমবার বিকেলে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন- ১৪ বিজিবি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি’র রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান পিএসসি।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জয়পুরহাটের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান মিঠু ও পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচে ২৫জন মেধাবী শিক্ষার্থী ও বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর