সর্বশেষ সংবাদ :

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ০৬ জন, রাজপাড়া থানা ০২ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০৪ জন, শাহ মখদুম থানা ০২ জন, পবা থানা ০১ জন, কর্ণহার থানা ০১ জন, দামকুড়া থানা ০১ জন ও ডিবি পুলিশ ০৬ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ