বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে বাবা ও মেয়ের।
আজ রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা আঞ্চলিক সড়কের বড় ঘিকমলা বাজার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মণ্ডলের ছেলে অটোভ্যান চালক হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাসেম মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, রোববার দুপুরে অটোভ্যানটি নারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় বড় ঘিকমলা বাজার এলাকায় মোড় ঘুরতে গিয়ে একটি পিকআপ সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও তার মেয়ে মারা যায়। এসময় ভ্যানে যাত্রি হাসেমের স্ত্রী গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।