সর্বশেষ সংবাদ :

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শিশুর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিপান তালুকদার নামে (১২) এক শিশুর মারা গিয়েছে। আজ রোববার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

মৃত শিপন তালুকদার রাধাগঞ্জ ইউপি সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩ নম্বর বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

 

মৃতের বাবা লাভলু তালুকদার জানান, বন্ধুদের সঙ্গে গাছে উঠে ডাল কাটছিলআমার ছেলে। এ সময় তার পা পিছলে বিদ্যুতের তারের সঙ্গে পড়ে বিদুৎস্পৃষ্ট হয়। ওই অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমার ছেলে কে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া পল্লী বিদুৎ সমিতির ডিজিএম রেজওয়ানুল ইসলাম জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা বিদুৎ সংযোগ বন্ধ করি। তারের ওপরে কোনো ডালপালা থাকলে পল্লী বিদ্যুতের কর্মীরা গিয়ে কেটে দেয়। আমাদের না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।

 

 

কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম বলেন, এ ব্যপারে কোনো তথ্য জানা নেই।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪ | সময়: ৫:২১ অপরাহ্ণ | Daily Sunshine