রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের।কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। নিজের অভিষেক ম্যাচে ব্যাট-বল হাতে অভিজ্ঞ সাকিব আল হাসানকে ছাপিয়ে গেছেন বাঁহাতি এই পেসার। শরিফুলের সঙ্গে সাকিবও একই দলে খেলছেন। দুই জনের দল বাংলা টাইগার্স মিসিসাগা ৩৩ রানের ব্যবধানে হেরে গেছে মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগের মতো কানাডার লিগেও বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব ব্যাট-বলে বিবর্ণ দিন কাটিয়েছেন। ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে ৬ বলে ৩ রান করেছেন। অন্যদিকে, ৪ ওভারে এক মেডেনসহ ১৬ রান খরচায় এক উইকেট নিয়েছেন শরিফুল। ব্যাটিংয়ে নেমে এক ছক্কায় ৪ বলে খেলেছেন ৮ রানের ইনিংস। সবমিলিয়ে শরিফুলের অভিষেকটা একেবারে খারাপ হয়নি।
শুক্রবার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মন্ট্রিয়ল টাইগার্স ৬ উইকেটে ১৮৯ রান করেছে। অ্যাশটন অ্যাগার, টিম সেইফার্ট, দিলপ্রীত বাজওয়া ও বেন মানেনটির চারটি চল্লিশোর্ধ্ব ইনিংসের সুবাদে মন্ট্রিয়ল ইনিংসটাকে বড় করতে পারে।
কানাডায় শরিফুলের বোলিংয়ের শুরুটা হয়েছিল ওয়াইড দিয়ে। যদিও ঘুরে দাঁড়াতে একদমই সময় নেননি। আঁটসাট বোলিংয়ে রান আটকে রেখেছিলেন। নিজের শেষ ওভারে প্রথম সাফল্য পেলেও এর আগে তার বোলিং ছিল নিয়ন্ত্রিত। শেষ ওভারে তার শিকার ২২ বলে ৪০ রান করা মান্তেন্তি। সব মিলিয়ে তার ৪ ওভারের বোলিং স্পেলে ১৫ বলে কোনও রান নিতে পারেনি মন্ট্রিয়ল। তবে দলের সেরা বোলার ডেভিড ভিসা। ৩০ রানে তার শিকার তিনটি উইকেট। ওদিকে দলের অধিনায়ক সাকিব কোনও উইকেট না পেলেও খুব বেশি রান দেননি। প্রতিপক্ষকে ৩০ রানে আটকে রাখেন।
১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলা টাইগার্স মিসিসাগা ৮ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি। লক্ষ্য তাড়ায় সাকিব ব্যাটিংয়ে আসেন ৩ নম্বরে। ৬ বলে মাত্র ৩ রান করেই ফিরে যান সাজঘরে। শুধু সাকিবই ব্যর্থ হননি, রহমানউল্লাহ গুরবাজ ছাড়া দলের কেউ ব্যাট হাতে অবদান রাখতে পারেনিন।
সাকিব লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। বোলিংয়ে ছিলেন সবচেয়ে বাজে। চার ম্যাচে মাত্র ১ উইকেট পান তিনি। সবশেষ দুই ম্যাচে ছুঁতে পারেননি দুই অঙ্ক। এবার আটকে গেলেন ৩ রানে। সবমিলিয়ে সাকিবের বর্তমান পারফরম্যান্স ভক্তদের মনে চিন্তার খোরাক যোগাচ্ছে। সবারই প্রশ্ন, তাহলে কি সাকিব ফুরিয়ে গেলেন?