সর্বশেষ সংবাদ :

ব্রাহ্মণবাড়িয়ায় বাসার বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে তানিয়া বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী ফারুক।

 

 

গত শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভার পুনিয়াউট (হাসিনাবাগ) এলাকার ভাড়া বাসার বাথরুম থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। স্বজনদের অভিযোগ, মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন স্বামী।

 

নিহত তানিয়া বেগম জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের রফিকুল ইসলাম ছোটন মিয়ার মেয়ে। অভিযুক্ত ফারুক জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

 

 

গৃহবধূর স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিয়ের পর থেকেই তারা পৌরসভার পুনিয়াউট এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। ফারুক ছিলেন মাদকসেবী। তানিয়া বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মাদকের টাকার জন্য ফারুক প্রায়ই স্ত্রীকে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। তবে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মাদকের টাকার জন্য তানিয়াকে মারধর করেন। পরে শুক্রবার ভোরে তানিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বাথরুমে লাশ ফেলে পালিয়ে যান ফারুক। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

 

এঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, আমরা ফারুককে আটক করার জন্য চেষ্টা করছি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সানশাইন / আর এক্স


প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪ | সময়: ১১:১১ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর