সর্বশেষ সংবাদ :

সহিংসতার ঘটনায় রাজশাহী বিভাগে ৭৫ মামলা

স্টাফ রিপোর্টার: কোটা আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশব্যাপি যে নাশকতা হয়েছে তাতে রাজশাহী মহানগরীসহ বিভাগের ৮টি জেলায় ৭৫টি মামলা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীতে দায়ের করা হয়েছে ৮টি মামলা ও ৮ জেলায় ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের ছাড়াতে যেসব ব্যক্তি তদবির করেছে তাদেরও তালিকা করা হবে পুলিশের পক্ষ থেকে।
পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিভাগের আট জেলার বিভিন্ন থানায় ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভূক্ত আসামি ৯৫১ জন। এ ছাড়া অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছে। ৯৫৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
রেঞ্জ পুলিশের বাইরে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে ৮টি। এসব মামলায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানার মামলাগুলোর প্রতিটিতে এজাহারভূক্ত আসামি ২৫ থেকে ৩০ জন। এ মামলাগুলোতে অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় তিন হাজার। গ্রেপ্তার এড়াতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অনেকে আত্মগোপন করেছেন। রাতে অনেকে এখন আর নিজ বাড়িতে ঘুমাচ্ছেন না।
এদিকে অভিযোগ উঠেছে, এসব মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতারাই তদবির করছেন ছাড়ানোর জন্য। এ ছাড়া বিভিন্ন পদমর্যাদা ও সামাজিক সংগঠনের নেতারাও তদবির করছেন। যারা তদবির করছেন, তাদের তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেন, ‘নাশকতার মামলায় গ্রেপ্তার কারও জন্য যে ব্যক্তিই তদবির করুক না কেন, তাদের তালিকা করার জন্য আমি রাজশাহী বিভাগের আট জেলার এসপির কাছে চিঠি দিয়েছি। এসপিরা থানার ওসিদের মাধ্যমে তালিকা করছেন। সে তালিকা আমার কাছে আসবে। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। পাশাপাশি আমরা তাদের অতীত বিশ্লেষণ করে দেখে ব্যবস্থা নেবো।’


প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ