শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ানের কল্যানপুর গ্রামে দখলকৃত পুকুরে গভীররাতে মাছ মারাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা একই পরিবারের। আহতরা হলেন, ঝর্ণা বেগম (৩৫) শিরিনা বেগম (২৫) লুৎফর রহমান (৩৬) ও শরিফ বাবু (৩০)।
আহত লুৎফর রহমান জানান, তিনি রাতে তার পুকুর দেখতে গিয়ে দেখেন পাড়ের বসবাসকৃত লোকজন নেট জাল দিয়ে মাছ ধরছে। ওই সয় তিনি নিষেধ করলেও তারা শোননা। এক পর্যায়ে তারা (যারা মাছ ধরছিল) তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। তাদের মারপিটে তিনিসহ বাড়ির চার সদস্য আহত হয়। পরে আশেপাশের লোকজন চলে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি জানাতে আইহাই ইউনিয়ানের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর সঙ্গে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত) থানায় অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছিল। এ ঘটনায় কল্যানপুর গ্রাম এখন আতঙ্কিত অবস্থা বিরাজ করছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বলেন, আমি লোক মুখে শুনেছি এরকম ঘটনার। একটি পুকুর দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান আমাকে বলেছে। কেউ অতিরিক্ত আহত হলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।