মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীতে নারী কনস্টেবলের হাতে কামড় দেওয়া মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে মোহনপুর উপজেলা কোয়াটার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরআগে সোমবার (২২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) কনস্টেবল শান্তনা মহান্তের সাথে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল শান্তনা মাহস্ত ও সাথী রাণী শীলকে মারপিট করে আহত করেন নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। শেখ হাবিবার কনস্টেবল শান্তনা মহান্ত বাম হাতের কবজিতে কামড় দেয়। আহত অবস্থায় শান্তনা ও সাথি মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তারা দু’জনে মোহনপুর থানায় কর্মরত।
এই ঘটনার রাতে কনস্টেবল শান্তনা মহান্ত বাদি হয়ে মোহনপুর থানায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় হাবিবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, এক বছর আগে নারী ভাইস চেয়ারম্যান হাবিবা সোলায়মান নামে একজন এসআইয়ের ওপর হামলা চালান। শুধু তাই নয়, হাবিবার বিরুদ্ধে কনস্টেবল দোলা রানীর ওপরেও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি বাকশিমুইল ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা খাতুন ও মোখলেসুর রহমানকে জনসম্মুখে লাঞ্ছিত করেছেন। এসব ঘটনায় হাবিবার বিরুদ্ধে মোহনপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, দুজন নারী কনস্টেবলর হামলা মামলায় বিকেলে শেখ হাবিবাকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে হাবিবার বিরুদ্ধে কনস্টেবল শান্তনা মহান্ত বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। মূলত এই মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।