শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক সপ্তাহ পর রাজশাহী স্টেশন ট্রেন ছেড়ে গেছে। তবে এই ট্রেন চলবে স্বল্প পরিসরে। বৃহস্পতিবার সকাল ৯টায় একটি লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
এ কয়েকদিন রাজশাহী স্টেশন থেকে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহী স্টেশনে বিভিন্ন ট্রেনও দাঁড়িয়েছে। আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। আগামী সপ্তাহ থেকে ট্রেন চলতে পারে বলে ধারনা রেল কর্তৃপক্ষের।
রাজশাহী রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, কারফিউ শিথিলের জন্য স্বল্প দুরুত্বে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। = লোকাল ৫৬৩ ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপরে একই ট্রেন আবার ফিরে আসবে।
১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে।