সর্বশেষ সংবাদ :

বাঘায় বিদেশি পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে দু’জন আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘার রুস্তমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি-সহ দু’জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২৫) এবং মোঃ মকিম উদ্দীনের ছেলে সেলিম রেজা (২৬)। আটককৃতদের বুধবার (১৭ জুলাই)দুপুরে বাঘা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ ভাবে বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে। সর্ব শেষ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার সময় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বাঘা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৫ রাউন্ড গুলি উদ্ধার সহ ১টি মোটরসাইকেল,২টি মোবাইল ও ২টি সীম জব্দ করা হয়।

 

বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক(এএসআই) হাসনা খাতুন জানান,বুধবার (১৭ জুলাই) র‌্যাব-৫ এর সহকারি পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদি হয়ে বাঘা থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করেছেন। যার নম্বর-২২ । তারিখ ১৭-০৭-২০২৪ ।

এ বিষয়ে বাঘার সু-শীল সমাজের লোকজনের সাথে কথা বললে তারা বলেন, এটি সীমান্তবর্তী উপজেলা। এই পথদিয়ে শুধু অস্ত্র নয়, প্রতিনিয়ত হরেক রকম মাদক প্রবেশ করে। এ বিষয়ে বর্ডার গাড বিজিবি-সহ সকল আইন প্রয়োগকারী বাহিনীর সংস্থা গুলোর নজর দারী প্রয়োজন।

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine