সর্বশেষ সংবাদ :

লালপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা !

লালপুর প্রতিনিধি : 
নাটোরের লালপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুর ১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেলের বউয়ের থেকে পানি খেতে চান শ্বশুর। পরে ঘরে পানি নিয়ে গেলে জোরপূর্বক ছেলের বউকে ধর্ষণ করেন অভিযুক্ত। বিষয়টি ধামাচাপা দিতে ওই নারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শ্বশুর কৌশলে পালিয়ে যায়।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন,এ ঘটনায় ভুক্তভোগী লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ | সময়: ৭:১৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর