সর্বশেষ সংবাদ :

বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এই খেলার শুভ উদ্বোধন করেন।

উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করেন গড়গড়ি ইউনিয়ন বনাম বাউসা ইউনিয়ন পরিষদ। এ খেলায় বাউসা ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে পরাজিত করে জয়যুক্ত হয়েছে গড়গড়ি ইউনিয়ন পরিষদ । উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৯টি দল পর্যায় ক্রমে এই খেলায় অংশ গ্রহন করবে।

 

খেলার মাঠে সভাপতির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা। শিক্ষার পাশাপাশি শারীরিক , মানুষিক ও নৈতিক বিকাশ সাধনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি জাতির পিতাকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ক্রীড়া প্রেমী মানুষ ছিলেন। তাই উনার নাম করনে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি বিশ্বাস করি, খেলাধুলা বিনোদনের একটি অংশ। বিনোদন প্রিয় মানুষ কখনো অন্যায় কাজ করতে পারেনা। আমার জানা মতে, খেলাধুলা মানুষের মাঝে সোহার্দ সৃষ্টি করে।

 

 

এ সময় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনছুর রহমান, মোজাহার আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মাদ আলী দেওয়ান, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়, চেয়ারম্যান রবিউল ইসলাম ,সাংবাদিক আবদুল লতিফ মিঞা ও নুরুজ্জামান-সহ শত-শত মানুষ।

 

উক্ত খেলা পরিচালনা করেন বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক জাফর ইকবাল, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন আবু হানিফ, ও রানা ফজল। ধারাভাষ্যে ছিলেন বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।

সানশাইন  /শামি


প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ | সময়: ৮:১৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর