সর্বশেষ সংবাদ :

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে রাতে দায়িত্ব পালনকালে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্যে মারা গেছে।

 

নিহত পুলিশ সদস্যের হলেন, মো. মিজানুর রহমান। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামে। তিনি রাজবাড়ী সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

আজ রোববার (১৪ জুলাই) জেলা পুলিশের এক শোক বার্তায় এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

 

শোক বার্তা থেকে জানা গেছে, শনিবার দিবাগত রাতে মিজানুর রহমান মোবাইল ডিউটিতে ছিলেন। ডিউটিকালীন রাত ১২টা ১০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, রাত্রিকালীন ডিউটি করার সময় দ্রুত গতির ইজিবাইক কনস্টেবল মিজানুরকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সবশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ রাজবাড়ী গভীর শোকাহত। এ ঘটনায় ইজিবাইক চালক সাইফুল ইসলামকে ইজিবাইকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ | সময়: ৪:১১ অপরাহ্ণ | Daily Sunshine