ই-পেপার

বগুড়ার যমুনা নদীতে ভেসে এলো এক যুবকের মরদেহ

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা।

 

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সোনাতলা উপজেলার উত্তর কালাই হাটা গ্রাম থেকে মরদেটি উদ্ধার করা হয়।

 

 

এবিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, সকালে নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

 

 

তিনি আরো বলেন, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। লাশটি  প্রায় ৭ থেকে ৮ দিন আগের। ধারণা করা হচ্ছে, মরদেহটি বন্যায় ভেসে এসেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ | সময়: ১২:২১ অপরাহ্ণ | Daily Sunshine