রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
আর কোনো দাবি নেই, দাবি একটায়, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। প্রয়োজনে লাগাতার নানা কর্মসূচী দেয়া হবে। রাজশাহীর বাঘায় আ’লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচার চেয়ে এখন শক্ত অবস্থানে উপজেলা ছাত্র লীগ। শুক্রবার (১২-জুলাই) বিকেলে কালো পতাকা ও কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এমনটি অভিমত ব্যক্ত করেন তারা।
রাজশাহীর বাঘায় মাননীয় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো থেকে শুরু করে বিভিন্ন সময় দায়েরকৃত ২১ টি মামলার আসামী ও আলোচিত বিবস্ত্র মামলার অধিনায়ক বিতর্কিত বাঘা পৌর মেয়র আক্কাছ আলী এবার উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামী হয়েছেন। তার সাথে দ্বিতীয় আসামী হিসাবে সম্পৃক্ত রয়েছে উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজ। এই দুই নেতার ফাঁসি চেয়ে এবার কালো পতাকা ও কালো ব্যাচ ধারণ করে রাজপথে নেমেছেন বাঘা উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার বিকেল ৫ টায় এক সমাবেশে বাবুল হত্যায় সম্পৃক্ত সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং আক্কাছ-মেরাজের ফাঁসি চেয়ে উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় তারা। বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ, ছাত্রলীগ নেতা শান্ত শেখ ও রাব্বি হাসান এর সঞ্চলনায় এই সমাবেশের সভাপতিত্ব করনে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান। এ সময় বক্তব্য রাখেন নিহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর বড় ছেলে ছাত্রলীগ নেতা আশিক জাবেন লাবু, রাহয়ানুল হক, শুভ শেখ, বাঁধন, রঞ্জু হাসান,ইশা ও শাহীনুর সহ আরো অনেকে। এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, আমরা খুনের বদলে খুন চাইনা। আমরা অপরাধীদের শাস্তি চাই। আশরাফুল ইসলাম বাবুল ছাত্রলীগ থেকে যুবলীগ হয়ে উঠে আসা একজন পরীক্ষিত আওয়ামীলীগ নেতা ও শান্তির দূত। তার রক্ত বৃথা যেতে পারেনা। আমরা এই হত্যাকান্ডের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।
এই বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জিামান রিন্টু, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আ’লীগের সাবেক সভাপতি শহিদুজ্জামান সাইদ, আ’লীগ নেতা মুজিবুর রহমান, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন,বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু ও বাঘা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নাজমুল হোসেন।
উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়র আক্কাছের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।
সানশাইন/ শামি