শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় নগর উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মুক্তার আলীর সভাপতিত্বে বুধবার (১০ জুলাই)সকালে পৌর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশ গ্রহন করেন শহর সমান্বয় কমিটির সদস্যবৃন্দ ও বাংলাদেশ সি.আর.ডিপি. টিম, ঢাকা।
সকাল ১০ টায় আড়ানী পৌর সভার উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন (সি.আর.ডি.পি)টিমের সেভগার্ড স্পেশালিস্ট জনাব ইখতিয়ারুল ইসলাম। তিনি আড়ানী পৌর সভা কর্তৃক প্রস্তাবিত “তৃতীয় নগর অঞ্চল উন্নয়নে প্রকল্প’’ এর আওতায় চিহিৃত উপ-প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব নিয়ে আলোকপাত করেন। একই সাথে পৌর এলাকায় কি ধরণের উন্নয়ন করা যাই এবং কি-কি সমস্যা রয়েছে তা জানান চেষ্টা করেন।
এ সময় শহর সমান্বয় কমিটির সদস্যবৃন্দ পৌর এলাকায় পানি নিস্কাশনের জন্য মানসম্মত ড্রেন এর ব্যবস্থা, সৌর বিদ্যুৎ সরবরাহ, একটি বিনোদন কেন্দ্র, রাজস্ব আয়ের জন্য পৌর মার্কেট নির্মান,যে কোন সময় বিষুদ্ধ পানি পাওয়ার জন্য সাব-মারছিবুল টিউবয়েল(জল মটার) সরবরাহ, যানজট নিরসনের জন্য সি.এন.জি এবং অট্রোরিক্সা ষ্ট্যান্ড স্থাপন ও আড়ানী বাজারের মধ্যে দিয়ে অবস্থিত বাঘা-পুঠিয়া সড়ক সম্প্রসারণ এর বিষয় তুলে ধরেন।
এদিকে লোকজনের মুখ থেকে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সামাজিক সমস্যার কথা শুনে মুগ্ধ হন সি.আর.ডি.পি টিমের সেভ গার্ড স্পেশালিস্ট জনাব ইখতিয়ারুল ইসলাম। তিনি খুব শির্ঘ্রই এসব সমস্যা সমাধানের জন্য সরকারকে অবহিত করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সি.আর.ডিপি. টিমের অন্যান্য কর্মকর্তা, পৌর সভার সচিব ও সহকারী প্রকৌশলী, অত্র এলাকার সুধীজন, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক, সকল ওয়ার্ড কমিশনার ও সু-শীল সমাজের নেতৃবৃন্দ।
সানশাইন / শামি