মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় বাবুল হত্যা মামলার আসামীদের গ্রেফতার-সহ বিচারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই)বিকেলে এই হত্যাকান্ডের প্রধান এবং দ্বিতীয় আসামী পৌর মেয়র আক্কাছ ও ইউপি চেয়ারম্যান মেরাজ এর ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
এর আগে বাবুল হত্যা মামলার সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার কাজ সম্পন্য করার দাবি জানিয়ে মিছিল করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আড়ানী পৌর আ’লীগ, ছাত্রলীগ,চারঘাট উপজেলা আ’লীগ এবং পাশ্ববর্তী পুঠিয়া উপজেলা আ’লীগ-সহ আ’লীগের সকল সহযোগী সংগঠন।
বুধবার বিকেল ৫ টায় বাঘা উপজেলা যুবলীগের ব্যানারে বিশাল এই মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে মিলিত হয়। এই মিছিলের নেতৃত্বদেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন,সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক যুবাইদুল হক, আড়ানী পৌর যুবলীগের সভাপতি জুয়েল আহাম্মেদ ও কলিন্স।
এদিকে বিক্ষোভ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হন। উক্ত সভায় নিহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর ছেলে আশিক জাবেন লাবু বলেন, আমার বাবা তাঁর পরিবারের চেয়েও রাজনৈতিক নেতা-কর্মীদের বেশী ভালোবাসতেন। আজ তিনি আমাদের মাঝে নেই। মেয়র আক্কাছ ও চেয়ারম্যান মেরাজ পরিকল্পিত ভাবে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটিই আমার একমাত্র চাওয়া।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জিামান রিন্টু , চাকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মানব বন্ধনে হামলায় আহত আড়ানী ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম, বাঘা উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও স্বেচাছাসেবক লীগের সভাপতি নাজমুল হক।
উক্ত সমাবেশ বক্তারা বলেন, বাবুল হত্যা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্য হলে তবেই বাঘার পরিবেশ শান্ত হবে। তার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা এ মামলার প্রধান ও দ্বিতীয় আসামীর ফাঁসি সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিচার এবং দলীয় পদ থেকে দুই নেতাকে অপসারণের দাবি জানা
।
উল্লেখ্য গত ২২ জুন সকালে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর অনিয়ম , দুর্ণীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করছিল উপজেলা আওয়ামী। এ সময় মানববন্ধনে হামলা চালান পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক তাকে রামেক হাসপাতালে আইসিউতে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।
সানশাইন / শামি