মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের রাজশাহীর সম্পাদক ও প্রকাশক জুয়েল আহমেদের মা জাহাপানা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সাংবাদিক জুয়েল আহমেদের জাহাপানা বেগম নিজ বাসভবনে গতকাল রবিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মরহুমার জানাযা নামাজ রাত দশটায় পাচানি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর টিকাপাড়া গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।