শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার ,বাঘা :
বাঘায় রাজশাহী-র্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩৭৬ বোতল ফেনসিডিল-সহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।(৮জুলাই) সোমবার সকাল ৬ টায় উপজেলার কলিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহনেওয়াজ জানান, রাজশাহী-র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কলিগ্রাম এর ঝন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই সময় বাড়ির পাশে আম বাগানে ঝন্টুর স্ত্রীর শামসুল নাহার (২৫) ফেনসিডিল বিক্রয় করছিল। সেই সুবাদে ফেনসিডিল সেবক রুবেল হোসেন (৩২) কেও গ্রেফতার করে র্যাব। আটক রুবেলের বাড়ি উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া গ্রামে। তার পিতার নাম ইব্রাহীম হোসেনের বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানায় রাজশাহী র্যাব-৫ পক্ষে (এস.আই) মানিনুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সোহেব খাঁন জানান, সোমবার দুপুরে ধৃত আসামীদের রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।
সানশাইন / শামি