সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে যাত্রা শুরু করলো অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম ‘অতিথি ডটকম’

স্টাফন রিপোর্টার: অতিথি ডটকম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও অতিথি ডটকম দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। সেই লক্ষ্যে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিথি ডটকম অফিসের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর, দুপুর ৩টায় নগরীর নিউমার্কেট এলাকার চাঁদ সুপার মার্কেটের চতুর্থ তলায় অফিস উদ্বোধন করা হয়েছে। পরিচিতি সভায় অতিথি লিমিটেডের ইসলামী শরিয়াহ বোর্ডের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক মো. ওয়াহেদুল কবির সুহার্দী, অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় অতিথি ডটকম’র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন- অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মো. লায়ন সাইফুল ইসলাম সোহেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিথি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অতিথি লিমিটেডের জিএম (ডেভেলপমেন্ট) ও রাজশাহী বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন মোহাম্মদ আব্দুর রহিম।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ