শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে হত্যাচেষ্টা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বড়াইগ্রামের বনপাড়া পৌর বিএনপি। এর পরপরই পালটা মিছিল করে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা। বুধরাত রাত সাড়ে আটটার দিকে এমন পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটে।
জানা যায়, দলীয় কর্মসূচিতে যাবার পথে জেলা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলার প্রতিবাদের বনপাড়া বাজারে পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাজার থেকে নতুন বাজারে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, বনপাড়া শহর যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর কবির ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক বলেন, নাটোরে বিএনপি প্রশাসনকে জানিয়েই কর্মসূচি পালন করছিল। ঘটনার সময় সেখানে পুলিশও মোতায়েন থাকলেও তাদের উপস্থিতিতেই আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা নৃশংস হামলা চালিয়েছে। বেশ কিছুদিন যাবৎ বিএনপির প্রতিটি কর্মসচিতেই একের পর এক হামলা করলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। আমরা অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও প্রশাসনকেই দায়ী থাকতে হবে।
এদিকে, এর কিছুক্ষণ পরেই বনপাড়া বাজারে বিএনপি বিক্ষোভ মিছিল করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তাৎক্ষণিক বনপাড়া পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পালটা মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল মিয়াজী, উপজেলা কৃষকলীগ সভাপতি রুবেল বালী সহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।