পুঠিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী গুরুতর আহত

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে মাহফুজা বেগম (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া ঘোষপাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাবেক স্বামী জিয়াউর রহমান (৫০) কে থানা পুলিশ আটক করেছে।
জানাগেছে, পারিবারিক কলহের কারণে স্বামী জিয়াউর রহমান মাহাফুজার বনিবনা না হওয়ায় জিয়াউর রহমান স্ত্রী মাহাফুজাকে তালক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জের ধরে মাহাফুজা তার সাবেক স্বামী জিয়াউর রহমানের বাড়ি অবস্থান করে। এসময় দুইজনে মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জিয়াউর রহমান মাহাফুজাকে পেটে ধারালো ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম ও আহত হয়। স্বামী জিয়াউর রহমানের ছুরিকাঘাতের সময় স্ত্রী মাহাফুজার আর্তচিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপালে প্রেরণ করেন। খরব পেয়ে পুঠিয়া থানা পুলিশ অভিযুক্ত স্বাসী জিয়াউর রহমানকে আটক করেছে।
এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, জাতীয় কল সেন্টার ৯৯৯ এ ফোন পেয়ে অভিযুক্ত জিয়াউর রহমানকে ঘটনাস্থলের একটি বদ্ধ ঘর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর