সর্বশেষ সংবাদ :

লেবাননকে ‘না’ করে বাংলাদেশ- ভুটানের বিপক্ষে খেলবে নেপাল

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে পার্শ্ববর্তী লেবাননের নামও আসছে। যুদ্ধে জড়িয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তাই জুলাইয়ে চার জাতি নারী ফুটবলে খেলতে অপারগতা প্রকাশ করেছিল বাংলাদেশ। সাবিনাদের না করে দেওয়ার পর নেপালও বর্তমান পরিস্থিতিতে খেলছে না। আগেই বিকল্প হিসেবে ভুটান ও বাংলাদেশের মধ্যে দুটি ম্যাচ নির্ধারণ হয়ে আছে। তবে নেপাল সেসময় থিম্পুতে গিয়ে তিন জাতি টুর্নামেন্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে। এতে ভুটান কিংবা বাংলাদেশের কোনও আপত্তি নেই।
১১ ও ১৪ জুলাই থিম্পুতে গিয়ে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এখন নেপাল যুক্ত হওয়ায় ম্যাচের সূচিও পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে তিন জাতি টুর্নামেন্টটি জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে হতে পারে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভুটান জানিয়েছে তারা আমাদের নিয়ে তিনজাতি টুর্নামেন্ট করতে চায়। আগে শুধু ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। এখন নেপাল নিশ্চিত করলে তখন ম্যাচও বাড়বে। সূচিতে পরিবর্তন আসবে। আমরা মৌখিকভাবে হ্যাঁ বলেছি। এখন লিখিত পেলে তখন পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তবে তিন জাতি টুর্নামেন্টকে ঘিরে এগোচ্ছি।’
বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলারও বেশি ম্যাচ খেলার পক্ষপাতী, ‘যদি আমরা ভালো দলের বিপক্ষে আরও ম্যাচ খেলতে পারিত, তাহলে তো আমাদেরই সুবিধা। আমিও এমনটি শুনেছি নেপাল যুক্ত হতে পারে। দেখি কী হয়।’ আপাতত ৩১জন খেলোয়াড় নিয়ে অনুশীলনে ব্যস্ত বাটলার।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ | সময়: ৪:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ