রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে রাজশাহীর বাঘায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রাজশাহী যোন পুঠিয়া এরিয়ার অন্তর্ভূক্ত বাঘার মনিগ্রাম শ্রাখায় শতাধিক গ্রাহকের মাঝে বিভিন্ন রকম বৃক্ষের চারা বিতরণের মধ্যদিয়ে এ কর্মসুচী বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা-সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ গ্রামীন ব্যাংক। বিশেষ করে বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষার নিমিত্তে তাঁরা এ কর্মসুচী গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাঘা উপজেলার মনিগ্রাম শাখায় এই ব্যাংকের সাথে সম্পৃক্ত দুই’শত পরিবারের মাঝে মেহগনি,কাঠাল,পেয়ারা,সেগুন ও আম গাছ এর চারা বিতরণ করা হয়।
এই বৃক্ষ রোপনের পূর্বে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লা যোবায়ের বলেন, সারা প্রথিবী জুড়ে জলবায়ুর যে ভয়াবহ অবস্থা তার বিরুপ প্রভাব পড়ছে আমাদের রাষ্ট্রে। এর প্রধান কারণ কল-কারখানা বর্জ্য ও বিভিন্ন পরিবহনের বিষাক্ত কালো ধোঁয়া। এ থেকে মুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন,এখন বৃক্ষ রোপনের উপযুক্ত সময়। আসুন অমরা অঙ্গিকার বদ্ধ হয়, বাড়ির আঙ্গিনা কিংবা পতিত জমিতে সবাই মিলে একটিকরে বৃক্ষ রোপন করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র শাখার হিসাব রক্ষক শহিদুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী , গ্রাহক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সুধীজন ।