সর্বশেষ সংবাদ :

মান্দায় স্বামী স্ত্রীসহ ৫ জনের কারাদণ্ড

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বামী স্ত্রী সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যাণ আদালত। গ্রপ্তার ব্যাক্তিরা হল উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের হায়দার আলীর ছেলে রায়হান (২৪), একই গ্রামের নীলকান্ত কবিরাজের ছেলে বরেন্দ্রনাথ কবিরাজ (৬৬), বড় বেলালদহ গ্রামের ইসমাইলের ছেলে মোস্তফা (৫৯), কসব গ্রামের রবীন্দ্রনাথ দাসের ছেলে পুলক কুমার (৩৮), তার স্ত্রী পনি দাস (৩০)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা গ্রেফতারকৃত রায়হানকে ৩ মাস ও ১ হাজার টাকা, বরেন্দ্রনাথকে ৬ মাস ও ১ হাজার টাকা, মোস্তফাকে ৬ মাস ও ১ হাজার টাকা জেল ও জরিমানা প্রদান করেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু অভিযুক্ত পুলক কুমারকে ৬ মাস ও ৪ হাজার টাকা, তার স্ত্রী পুনি দাসকে ১৪ দিন ও ১ হাজার টাকা জেল ও জরিমানা করেন। সকল আসামীর প্রসিকিউশন প্রদান করেন আব্দুল্লা হিল বাকী উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁ।


প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ