শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইবাবগঞ্জে বসতবাড়িতে খড়ের পালার নিচে দুই ফুট মাটির নিচে পুতে রাখা ছিল দুই কেজি হেরোইন। র্যাবের অভিযানে তা উদ্ধার হয়। এ ঘটনায় মোহাম্মদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোর পৌনে ছয়টার দিকে সদর উপজেলার মধ্যচর-রুবেলপাড়া থেকে তাকে গ্রপ্তার করা হয়। কবির ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ এর কোম্পানী কমাণ্ডার মেজর মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর পৌনে ৬ টার দিকে মধ্যচর-রুবেলপাড়ায় অভিযান চালায়। এ সময় কবিরের বাড়ির খড়ের পালার নিচে দুই ফুট মাটির গভীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কবিরকে আটক করা হয়। তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও ৫৩ হাজার টাকাও জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, কবির টাক্টর চালক ও কৃষি কাজ করেন। এসব কাজের আড়ালে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। কবিরের বাড়ি দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের অভ্যান্তরে পাঠায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।