ই-পেপার

পবায় খামার থেকে ১২ গরু চুরি

স্টাফ রিপোর্টার: হাবিবুর রহমান নামের এক নতুন খামারীর ১২টি ফিজিয়ান গাভী (বকনা) গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। চোরেরা তিনজন প্রহরীকে মারপিট ও বেধে রেখে ট্রাকে তুলে গরুগলো নিয়ে যায়।
মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পবা থানার অন্তর্ভূক্ত মদনহাটি গ্রামে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় আরএমপি পবা থানায় অভিযোগ হয়েছে।
নতুন খামার থেকে একসাথে ১২টি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মালিক হাবিবুর রহমান। এদিকে গরু চুরির ঘটনায় ওই এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, হাবিবুর রহমান গতমাসে তার নতুন খামারে ফিজিয়ান জাতের ২৪টি বকনা কেনেন। গরু পাহারার জন্য শরিফুল ইসলাম, কাইয়ুম আলী ও পুষ্পা বিবি নামের তিনজন শ্রমিকও রাখেন। এদের মধ্যে গরুচোর সিন্ডিকেটের সদস্যরা শরিফুল ইসলামকে মারপিট করে। পাশাপাশি তাদেরকে বেঁধে ফেলে। এরপর তারা সেখান থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ১২টি ফিজিয়ান জাতের বকনা গরু ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত খামারী মধুসুদনপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে হাবিবুর রহমান জানান, বাণিজ্যিক ভিত্তিতে দুগ্ধখামার তৈরীর জন্য গতমাসে ২৪টি অধিক দুগ্ধজাতের বকনা বাছুর কিনেন। এসব গরু দেখভালের জন্য তিনজন শ্রমিক রাখা হয়। মঙ্গলবার দিবাগত রাতে তার খামারের ২৪টি গরুর মধ্যে ১২টি গরু চুরি হয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাহারাদারদের কাছে থেকে জানা গেছে ট্রাক ভিড়িয়ে গরুচোর সিন্ডিকেটের সদস্যরা এসব গরু নিয়ে যায়।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। গরু উদ্ধারসহ চোর আটকের অভিযান অব্যাহত আছে।


প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ