সর্বশেষ সংবাদ :

বাগমারার শ্রেণি কক্ষে বিশাল সাপ, আতঙ্কে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দেখা মিলেছে বিশাল এক সাপের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শেষ পর্যন্ত সাপটি কী প্রজাতির তা চিহ্নিত করা যায়নি। বুধবার ওই বিদ্যালয়ের শ্রেনি কক্ষে দেখা যায় ওই সাপটিকে। এলাকাবাসী জানায় এর আগে এই এলাকায় এমন প্রজাতির সাপ আগে দেখা যায়নি। এ সময় অনেকে সাপটিকে রাসেল ভাইপার বলে সনাক্ত করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু জানান, স্কুলটি বারনই নদীর তীরবর্তী হওয়ায় সম্ভবত বন্যার পানিতে ভেসে এসে সাপটি স্কুলের শ্রেণি কক্ষে আশ্রয় নিয়েছে। তার মতে, সাপটি রাসেল ভাইপার না অন্য কোন জাতের তা শনাক্ত করা য়াযনি। স্থানীয় অনেক বয়স্ক ব্যক্তিবর্গ সাপটিকে অজগর বলেও শানক্ত করেছেন। তাদের মতে, এত বিশাল আকৃতির সাপ শ্রেণি কক্ষে দেখতে পাওয়ায় স্কুল সংলগ্ন এলাকায় এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় স্থানীয় মাইনুল নামের এক যুবক সাপটিকে মিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, বাগমারায় এখন পর্যন্ত রাসল ভাইপার সাপের কোন দেখা মিলেনি। প্রাথমিক যাচাই বাছাই করে ওই সাপটি রাসেল ভাইপার নয় বলে ধারনা করা হচ্ছে। তবে আমরা সাপে কাটা রোগিদের জন্য ব্যাপক প্রস্ততি নিয়েছি। ডিসি স্যার এর মাধ্যমে ইতিমধ্যে এন্টিভেনম(সাপে কাটার রোগির ইনজেকশন) সংগ্রহ করা হয়েছে। এখন বন্যার পানি দ্রুত বাড়ছে। এ সময় সাপের উপদ্রুপ বাড়তে পারে। আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে।
সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ৩, ২০২৪ | সময়: ৮:০৭ অপরাহ্ণ | Daily Sunshine