মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দৈনিক সানশাইনের মহাব্যবস্থাপক নূরুল হকের মা নুরুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার ৬ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রহী আছে।
নুরুল হক জানান, সকালে নগরীর ছোট বনগ্রাম এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তারা মা নুরুন্নাহার। পরে তার মাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে পথেই মারা যান। বাদ এশা ছোট বনগ্রাম পাঁচ তালা মসজিদ জানাযা অনুষ্ঠিত হয়। এরপরে গৌহাঙ্গা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। নুরুল হক ও তার ভাই-বোনেরা, মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক সানশাইনের মহা ব্যবস্থাপক নুরুল হকের মা নুরুন্নাহারের মৃত্যুতে শোক জানিয়েছেন সানশাইন পরিবার। শোক জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলামসহ সাংবাদিক, ফটো সাংবাদিকসহ কর্মকর্তা-কর্মচারীরা। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।