রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবনের কার্যক্রম উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রীও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইনস্ শাপলা গেট সংলগ্ন আরএমপি’র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী আরএমপি’র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনারের সহধর্মিণী ও সভানেত্রী, আরএমপি, পুনাক কবিতা সরকারসহ আরএমপি’র পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী পুলিশ পরিবারের সদস্যদের বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করে। এসময় তিনি বলেন পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। পুনাক সগৌরবে পুলিশ পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুনাক থেকে স্বল্প মূল্যে পুলিশ পরিবারের সদস্যদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ক্রয় করে সাধারণ জনগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।