গোলখরায় রোনালদো, অজেয় কঁতে, নায়ক কস্তা

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর দুই ম্যাচে খরা কেবল গোলের, কীর্তি, অর্জন আর রেকর্ডের পাল্লা বেশ ভারী। সেখানে সবচেয়ে উজ্জ্বল পর্তুগিজদের নায়ক দিয়োগো কস্তা। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোলখরা প্রলম্বিত হওয়ার রাতে এনগোলো কঁতের হাতে ধরা দিল দুর্দান্ত এক অর্জন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে দুই ম্যাচ মিলিয়ে গোল একটি, সেটিও আত্মঘাতী! কোলো মুয়ানির শট ইয়ান ভার্টোনেনের গায়ে লেগে জালে জড়ালে বেলজিয়ামের বিপক্ষে জয় পায় ফ্রান্স। আর গোলশূন্য থাকার পর কস্তার বীরত্বে স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারায় পর্তুগাল।
পেনাল্টি শ্যুটআউটে তিন শট ঠেকিয়ে রেকর্ড গড়েন পোর্তোর ২৪ বছর বয়সী গোলরক্ষক কস্তা। আর অপরাজিত থাকার অভিযাত্রায় নতুন উচ্চতা স্পর্শ করেন ফ্রান্সের মিডফিল্ডার কঁতে। টুর্নামেন্টে এখনও গোলের খোঁজে থাকা রোনালদোর নাম উঠেছে বিব্রতকর রেকর্ডে। একনজরে দেখে নেওয়া যাক সোমবার রাতের দুই ম্যাচের সব রেকর্ড ও পরিসংখ্যান।
বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) ১৯ ম্যাচ ধরে অপরাজিত এনগোলো কঁতে। তার মাঠে থাকা সবশেষ ১৯ ম্যাচে ১৩টি জিতেছে ফ্রান্স, ৬টি ড্র। ইউরোপের কোনো ফুটবলারের এটিই টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি গোল করেছে ফ্রান্স। তবে কোনোটিই ওপেন প্লে থেকে নয়। পেনাল্টি থেকে একটি গোল করেছেন কিলিয়ান এমবাপে, অন্য দুটি প্রতিপক্ষের আত্মঘাতী। সব মিলিয়ে ইউরোতে এখন পর্যন্ত ৫টি আত্মঘাতী গোল পেয়েছে ফ্রান্স। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া বিশ্বকাপেও ৬ বার ফ্রান্সের বিপক্ষে প্রতিপক্ষ ফুটবলাররা নিজেদের জালে বল পাঠিয়েছেন।
চলতি ইউরোতে এখন পর্যন্ত আত্মঘাতী গোল হয়েছে ৯টি। এক আসরে এর চেয়ে বেশি আত্মঘাতী গোলের নজির আছে শুধু ২০২০ সালে, ১১টি। টুর্নামেন্টে আরও ৯ ম্যাচ বাকি থাকায় সেই রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অনেকটাই। ৩৭ বছর ৬৮ দিন বয়সে আত্মঘাতী গোল করে টুর্নামেন্টের ইতিহাসে আত্মঘাতী গোল করা বয়োজ্যেষ্ঠ ফুটবলার এখন বেলজিয়ামের ইয়ান ভার্টোনেন। এছাড়া দেশটির হয়ে ইউরোতে আত্মঘাতী গোল করা প্রথম ফুটবলার এই অভিজ্ঞ ডিফেন্ডার।
চলতি ইউরোতে এখন পর্যন্ত গোলের জন্য ২০টি শট করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু জালের দেখা পাননি। ১৯৮০ সাল থেকে ইউরোর এক আসরে তার চেয়ে বেশি শট করে গোল না পাওয়ার রেকর্ড আছে ৪ জনের। ২০০৪ সালে রোনালদোর স্বদেশি ডেকো ২৪ শট করেও গোল করতে পারেননি।
ম্যাচের ১১৫তম মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি রোনালদো। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই প্রথম কোনো ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে ব্যর্থ হলেন তিনি। স্লোভেনিয়ার বিপক্ষে ৪টি ফ্রি কিক নিয়ে একটিও জালে জড়াতে পারেননি রোনালদো। ইউরো ক্যারিয়ারে এ নিয়ে মোট ৩৩টি সরাসরি ফ্রি কিকে গোল করতে ব্যর্থ হলেন পর্তুগিজ মহাতারকা।
ইউরো ইতিহাসে টাইব্রেকারে ৩টি শট ঠেকানো প্রথম গোলরক্ষক দিয়োগো কস্তা। এছাড়া শ্যুটআউটে কোনো গোল হজম না করা প্রথম গোলরক্ষকও তিনি। মূল ম্যাচের (২) চেয়ে টাইব্রেকারের বেশি শট ঠেকিয়েছেন কস্তা। পর্তুগাল-স্লোভেনিয়াসহ এখন পর্যন্ত চলতি ইউরোতে পাঁচটি ম্যাচ গোলশূন্য ড্র অবস্থায় শেষ হলো। ১৯৯৬ সালেও ৫টি ম্যাচে নির্ধারিত সময় ফল ছিল ০-০।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৪ | সময়: ৪:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ