সর্বশেষ সংবাদ :

বাঘায় পদ্মার চরে ছোবল দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে শ্রমিক

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় ছোবল দেওয়া রাসেল ভাইপার (সাপ) নিয়ে হাসপাতালে ছুটে গেছেন শাকিল হোসেন (২০) নামের এক শ্রমিক। সোমবার (১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার চরাঞ্চলের মানিকের চরে বাদাম তুলতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। শাকিল হোসেন পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নের দাদপুর আকবর হোসেনের ছেলে।

কোঁজ নিয়ে জানা গেছে, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যায়। এরপর জমিতে রোপন করা বাদাম উঠাতে শুরু করে। এ সময় রাসেল ভাইপার তার হাতে ছোবল দেয়। এতে সে ভীতু না হয়ে ওই রাসেল ভাইপার (সাপ) ধরে বস্তায় বন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে খবর নিয়ে জানা গেছে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আকবর হোসেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান জানান, ছোবল দেওয়া রাসেল ভাইপার (সাপ) ধরে নিয়ে একজন শ্রমিক সাহসিকতার সাথে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। এতে করে তিনি প্রানে বেঁচে যান ।

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৭:১৮ অপরাহ্ণ | Daily Sunshine