নগর যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সোমবার বিকালে ৪টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ এর কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বিশ্বাস মুতিউর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড.মো: হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কার্যনির্বাহী সদস্য বজলুল করিম মীর।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান খান মনির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত। এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের ৩৭ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়করা এবং কর্মীরা উপস্থিত ছিলো।


প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ