রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় দুই দিনব্যাপি জেলা (স্থানীয়) উশু প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় ১৮ টি ক্লাব অংশগ্রহণ করে। মা স্পোর্টস ক্লাব নওদাপাড়া সর্বোচ্চ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। তাদের ঝুড়িতে অর্জিত হয়- ৮টি স্বর্ণ, ৩ টি রৌপ্য, ৪ টি তাম্র, মোট ১৫ টি পদক।
-৫ টি স্বর্ণ, ২ টি রৌপ্য, মোট ৭ টি পদক পেয়ে রানারআপ হয় সবুজ সংঘ। ২ টি স্বর্ণ ২ টি তাম্র, মোট ৪ টি পদক পেয়ে বি. এস. স্পোর্টিং ক্লাব-৩য় স্থান। আলি সৃতি সংঘ-১টি স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক পান। সিপাই পাড়া স্পোর্টিং ক্লাব- স্বর্ণ ১টি তাম্র পদক ১টি। রাইমা রেঞ্জার্স- স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক ১টি। টাইগার স্পোর্টিং ক্লাব-স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক ১টি এবং ফাইটার রাজশাহী- স্বর্ণ ১টি রৌপ্য পদক ১টি।
১টি রৌপ্য, ১টি তাম্র পদক, মোট ২ টি পদক পায় কাজিরগঞ্জ স্পোটিং ক্লাব। ১টি রৌপ্য ১ টি তাম্র পদক পেয়ে ফাইটার রাজশাহী ফুটবল ক্লাব। ১টি রৌপ্য, ১টি তাম্র পদক পান যথাক্রমে রাইজান রয়েলস, আলিফ লাম মিম সংঘ, শিমলা স্পোর্টিং ক্লাব, জিয়াবুল সৃতি সংঘ, এ্যালাইড ক্রিকেট ক্লাব।
এছাড়াও এ্যালাইড ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি, কদম তলা স্পোর্টিং ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ফাইটার রাজশাহী রাগবি ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি। উপরে সকল অংশগ্রহনকারী উর্ত্তিন্ন ক্লাবের নাম এর তালিকা দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, সভাপতি ওয়াহেদুন নবী, জেলা উশু সমিতির যুগ্ম সদস্য সচিব এবিএম এমদাদুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব জেলা উশু সমিতি রাজশাহীর শরিফুল ইসলাম।