ই-পেপার
সর্বশেষ সংবাদ :

জামিনে মুক্তি পেয়ে সহধর্মীনির জানাজায় বিএনপি নেতা চাঁদ

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সব মামলায় জামিনে মুক্তি পেয়ে সহধর্মীনির জানাজায় শরিক হলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। রবিবার দুপুরের দিকে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় জামিনে মুক্তি পান আবু সাঈদ চাদ।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে তার সহধর্মীনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্ত্রীকে শেষ বিদায় বেলায় সব মামলায় মুক্ত হয়ে স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
শনিবার স্ত্রীর মৃত্যুর পর রবিবার দুপুরের দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে ছুটে যান স্ত্রীর লাশের কাছে। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর বিকেল সাড়ে ৫ টায় স্ত্রীর জানাজায় অংশ নেন চাদ। এ তথ্য নিশ্চিত করেছেন চাদের ভাই সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুনসহ আরও অনেকেই বিএনপি নেতা চাঁদের মায়ের জানাজায় উপস্থিত ছিলেন। কারাবন্দি আবু সাঈদ চাঁদের সহধর্মীনি সাহানা বেগম মাত্র ৫৬ বছর বয়সে মেরুদন্ডের অপারেশনের পর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর গত শনিবার বিকেল সাড়ে ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
প্রসঙ্গত অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন।
এছাড়া গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হওয়া একটি মামলায় আবু সাঈদকে ২৫ মে গ্রেপ্তার করা হয়। একই বক্তব্যকে কেন্দ্র করে রাজশাহীসহ দেশের অন্যান্য জেলায় আবু সাঈদ চাঁদের নামে মোট ২৭টি মামলা হয়।
এসব মামলাও চলমান আছে। এছাড়া তার নামে বর্তমানে ৭৩টি মামলা চলমান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত চাঁদের বিরুদ্ধে চলমান সব মামলায় জামিন পেয়ে রবিবার দুপুরেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নেন।


প্রকাশিত: জুলাই ১, ২০২৪ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ