সর্বশেষ সংবাদ :

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার গুলসানের বাসায় রবিবার সকালের দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরহুমের জানাজা নামাজ বানেশ্বর ও দুর্গাপুরে অনুষ্ঠিত হবে।
নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন।
নাদিম মোস্তাফার ছোট ভাই বিএনপি নেতা সাইদ হাসান জানান, সাবেক সাংসদ এড্যাঃ নাদিম মোস্তফা হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার ঢাকার বাসায় সকালের নাস্তার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর অচেতন হয়ে পড়লে তাকে রাজধনীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমি খবর পেয়ে বিএনপি মহাসচিবকে জানিয়েছিলাম, তিনি হাসপাতালে গিয়েছিলেন। এসময় শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনছুর রহমান মাস্টার জানান, রবিবার সন্ধ্যা ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায়, পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় এবং সাড়ে ১১টায় বানেশ^র সরকারি কলেজ মাঠে সাবেক সাংসদ এড্যাঃ নাদিম মোস্তফার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ যোহর শাহ মুখদুম ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে রাজশাহী মহানগরের হেতেম খাঁ কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।


প্রকাশিত: জুলাই ১, ২০২৪ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ