শপথ নিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ 

গুরুদাসপুর প্রতিনিধি :
গুরুদাসপুর উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আহম্মদ আলী মোল্লা। ভাইস চেয়ারম্যান মো শরিফুল ইসলাম শরিফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা:মিতা আক্তার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভে”ছা জানিয়ে বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পরে শিল্প কলা একাডেমির বাইরে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ফুলেল শুভে”ছা বিনিময় করেন গুরুদাসপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গুরুদাসপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আহম্মদ আলী মোল্লা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আজ থেকে আমি আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যা”িছ। উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিটি কর্মকাণ্ড সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে করতে চাই এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বড়াইগ্রাম উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

সানশাইন / শামি


প্রকাশিত: জুন ২৫, ২০২৪ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine