মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রাম ও নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র আরেকজন নববিবাহিত যুবক। তারা দুইজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বড়াইগ্রাম প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে মেহেদীর রঙ মুছতে না মুছতেই মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান (২১) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মুন্না (২২) গুরুতর আহত হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে উপজেলার আইড়মাড়ি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের নুর ইসলাম বকুলের ছেলে। আব্দুর রহমান মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শহীদ হোসেন জানান, আব্দুর রহমান ও তার বন্ধু মুন্না মোটর সাইকেলে ঢাকা থেকে বাড়ি আসছিলেন। পথে আইড়মারি ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটর সাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহাদেবপুর প্রতিনিধি জানান, মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় জিহাদ হোসেন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলা সদরের বসনাব্রীজ এলাকায়। নিহত জিহাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং সাপাহার উপজেলার তিলনা মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র।
জানা গেছে, এদিন বেলা ১২ টার দিকে মোটরসাইকেল যোগে জিহাদ হোসেন বাড়ি থেকে ফুফুর বাড়ি ধর্মপুরে বেড়াতে যাচ্ছিল। বসনাব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহাদেবপুর থনার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।