রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্যাথলজি বিষয়ক গ্রন্থ ‘প্যাথোলজি ইন এ নাটশেল” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সরদার মো: আবু হোরায়রা রচিত এই ‘প্যাথোলজি ইন এ নাটশেল” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নওশাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মু: হাবিবুল্লাহ সরকার, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: মো: হাফিজুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগীয় প্রধান (গাইনি বিভাগ) অধ্যাপক ডাঃ রোকেয়া খাতুন, রাজশাহী মেডিকেল কলেজ প্রাক্তন বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ অধ্যাপক ডাঃ আবুল কাশেম।
আরো অতিথি ছিলেন বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অধ্যাপক ডা: শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ বারিন্দ মেডিকেল কলেজ অধ্যাপক ডাঃ এস এম আসফদ্দৌলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ অধ্যাপক ডাঃ খাদিজা খানম।