সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাছ আলীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ। গত ২২ জুন মেয়র আক্কাছ আলীর অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে মানব বন্ধন করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন দলের উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল-সহ ২০ জন নেতা-কর্মী। তারই প্রতিবাদে সোমবার(২৪ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাঘা উপজেলা আওয়ামীলীগ।
সোমবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে বাঘা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত:পর দলের ১৯ জন নেতা-কর্মী সহ উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল কে হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও উক্ত ঘটনার প্রধান আসামী মেয়র আক্কাছ আলীকে অবিলম্মে গ্রেফতাদের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাঘা উপজেলা আওয়ামীলীগ।
সমাবেশ বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আ’লীগ এর সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পী, বাঘা পৌর সভার সাবেক প্যানের মেয়র ও যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু, আ’লীগ নেতা শহিদুজ্জামান সাইদ ,মজিবুর রহমান,নয়ন সরকার এবং ৪ জন ইউপি চেয়ারম্যান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী একজন মাদক সেবন কারী ও বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে মাদক সেবন করে মানুষকে মারপিট, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২১ মার্চ ২০২২ ইং তারিখ উপজেলা আ’লীগের সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের সামনে হামলা করে একবার বিতর্কিত হন। সর্বশেষ ২২ জুন তার অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে উপজেলা আ’লীগের ব্যানারে মানব বন্ধন করতে গেলে সেখানেও তিনি তার বাহিনী নিয়ে অতর্কিত হামলার চালান। এ ঘটনায় পরদিন দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তার ভাগিনা ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম(মেরাজ)সহ ৭ জন আসামীকে আটক করেছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এ মামলার প্রধান আসামী বিতর্কিত নেতা আক্কাছ আলী। তিনি লাপাত্তা রয়েছেন। আমরা অবিলম্মে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য শনিবার(২২জুন) সকালে পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার সকাল ১০ টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এর ডাকদেন বাঘা উপজেলা আওয়ামীলীগ। অপর দিকে ঠিক একই সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার ভাঙ্গার জন্য উপজেলা নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন আক্কাস আলী ও তার সমর্থীতরা। ঘটনার এক পর্যায় মানব বন্ধন শুরু হওয়ার ঠিক ১০ থেকে ১৫ মিনিটের মাথায় সেখানে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালাই মেয়র আক্কাস আলী সহ তার সমর্থীতরা। এ ঘটনায় মোট ২৫ জন আহত হন। এর মধ্যে আক্কাছ গ্রুপের রয়েছে ৫ জন। তবে অপর গ্রুপের নেতা আশরাফুল ইসলাম বাবুলের অবস্থা আশংকা জনক। তিনি এখন রামেক হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।
সানশাইন / শামি